
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অন্ডাল-সাঁইথিয়া শাখার দুবরাজপুর ও চিনপাই রেল স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ধারে হঠাৎ আগুন লাগার ঘটনায় বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে। শুক্রবার দুপুরে এই ঘটনায় সাময়িকভাবে থমকে যায় ট্রেন চলাচল। আগুনের তীব্রতা বাড়তে থাকায় মালদা-দিঘা এক্সপ্রেস ট্রেনকে প্রায় ১০-১২ মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, রেললাইনের ধারে পড়ে থাকা শুকনো পাতা ও ঘাস এবং ঝোপঝাড়ে হঠাৎ আগুন লেগে যায়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। যা ট্রেনের নিরাপত্তার পক্ষে অনুকূল নয়। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়।
স্থানীয় রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবশেষে রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালদা-দিঘা এক্সপ্রেস ট্রেনকেও গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রের অনুমান, কারও ফেলে দেওয়া জ্বলন্ত বিড়ি বা সিগারেটের আগুনেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেলপথের ধারে শুকনো ঘাস ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও